Random Notes: চক্রবৎ

“If you love the rain very much, you feel the warmth of the sunshine in your heart while it is heavily raining outside!”

বৃষ্টি পড়ছে। বৃষ্টি ঝরছে অঝোর ধারে। আজ কোথাও যাওয়ার নেই তার। কারো আসার প্রতীক্ষাও নেই। ঘরে বসে বসে বৃষ্টি দেখে চলে সে । একাকীত্বের চাদরটাকে আরো শক্ত করে জড়িয়ে নেয় গায়ে। অবিরাম বৃষ্টির শব্দে ঘোর লেগে আসে । ছোটবেলার কথা মনে পড়ে তার। পুকুরের জলে বৃষ্টি পড়লে এক অলৌকিক শব্দ আর দৃশ্যের সৃষ্টি হতো। সেই দৃশ্য দেখতে দেখতে সে ভাবতো কোথাকার কোন জল বাষ্প হয়ে কবে মিশে গেছে হাওয়ায়। সেই বাষ্প কতদিন ধরে কোন মেঘে জমে জমে ঘন হয়েছে আরো। আর আজ নিতান্তই ভেসে থাকতে না পেরে ঝরে পড়ছে টুপটাপ। আবার বাষ্প হওয়ার প্রতীক্ষায় দিন গুনবে এই জল। জলকণাদের এই এক অবিরাম বয়ে চলা। তবে কি চক্রবৎ ঘুরে চলাই জীবনের একমাত্র সত্য?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.